১ অক্টোবর ১৯৭১ঃ এয়ার মার্শাল আসগর খান অবঃ
গন ঐক্য আন্দোলনের প্রধান এয়ার মার্শাল আসগর খান অবঃ দেশে গনতন্ত্র পুনঃ প্রবর্তনের জন্য অবাধ রাজনৈতিক কার্যকলাপ চালুর প্রস্তাব দিয়াছেন। তিনি একই সঙ্গে সংবাদপত্রের স্বাধীনতাও দাবী করেন। সেন্সরশিপ প্রত্তাহারের পর ও সংবাদপত্রের সাধিনতা আসে নাই। আসগর খানের গতদিনের মন্তব্য এর উপর প্রতিবাদ জানাইয়াছেন বিভিন্ন নেতৃবৃন্দ। কাউন্সিল মুসলিম লীগের খাজা খয়েরুদ্দিন কে এস পি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয়নাল আবেদিন উক্ত মন্তব্যকে অবাঞ্চিত বলিয়াছেন। খয়ের বলেন প্রদেশে শান্তি ফিরাইয়া আনার পিছনে শান্তি কমিটির অবদান আছে। মন্ত্রিসভার এই পরাজিত সদস্যরাই এবং তাদের দল দেশের চরম সঙ্কট কালে দেশের সেবায় আত্মনিয়োগ করেছিল আসগর খান কি সে গুলি ভুলিয়া গেছেন। জয়নাল আবেদিন বলেন দেশের শান্তি ফিরাইয়া আনার পিছনে আসগর খানের কি অবদান আছে।