৪ অক্টোবর ১৯৭১ মিসর
পাকিস্তানে নিযুক্ত মিশরীয় রাষ্ট্রদূত আল খাসাবা করাচীতে নৌবাহিনী সদর দপ্তরে বলেন মিশর ও পাকিস্তানের মধ্যে স্নেহ , ভালবাসা ও ভ্রাতৃত্ব এর মনোভাব দুনিয়ার কোন শক্তি নষ্ট করিতে পারিবে না। তিনি বলেন উভয় দেশ এক কঠিন সময় অতিক্রান্ত করিতেছে। তিনি আশা করেন তাহা অচিরেই কাটাইয়া উঠিবে। তিনি এখানে পাকিস্তান নৌ বাহিনী প্রধান এডমিরাল মোজাফফর হাসানকে মিশরের প্রেসিডেন্ট এর দেয়া খেতাব প্রদান করেন। পাকিস্তানের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষায় পাকিস্তান সরকার ও জনগনের প্রতি মিশরের সরকার ও জনগনের সমর্থনের কথা পুনরুল্লেখ করেন।