You dont have javascript enabled! Please enable it! 1971.10.02 | ৪টি দেশের পাকিস্তানের প্রতি সমর্থন - সংগ্রামের নোটবুক

২ অক্টোবর ১৯৭১ঃ ৪টি দেশের পাকিস্তানের প্রতি সমর্থন

কিছু দিন আগে ইয়াহিয়া খানের প্রতিনিধি হিসাবে তুরস্কে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইফতেখার আলী আফ্রিকার ( নন আরব) প্রায় সকল দেশ সফর করেন। সেখানে তিনি সেই সকল দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করে প্রেসিডেন্ট ইয়াহিয়ার বানী পৌঁছে দেন। তিনি ইসলামাবাদ ফেরত আসার পর জানান ৪টি আফ্রিকান দেশ গেবন, কঙ্গো দুই অংশ(বেলজিয়ান ও জায়ার), সেন্ত্রাল আফ্রিকা পাকিস্তানের ঐক্য ও সংহতি রক্ষা এবং পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ না করার নীতির প্রতি সমর্থন করেছে। কঙ্গো (জায়ার) এর প্রেসিডেন্ট মবুতুর বিশেষ দুত মারসেল লেঙ্গামা ঢাকা অবস্থান করিতেছেন তিনি ইতিমধ্যে কুমিল্লা সফর করিয়াছেন।