You dont have javascript enabled! Please enable it! 1971.10.01 | পাক জাহাজকে হয়রানী - সংগ্রামের নোটবুক

১ অক্টোবর ১৯৭১ পাক জাহাজকে হয়রানী

পাকিস্তান তাহাদের বাণিজ্য জাহাজ ওশেন এনার্জিকে গত ১৫ আগস্ট সাফিনা এ আরবকে গত ২৯ আগস্ট ভারতীয় নৌ বাহিনী দ্বারা নাজেহাল করার তীব্র প্রতিবাদ জানাইয়াছে। ঘটনাটি আরব সাগরে ৫৫ ডিগ্রি দ্রাঘিমা ডিগ্রি ১৯ ডিগ্রি ৩৩ মিনিট অক্ষাংশে ঘটে। ভারতীয় নৌ বাহিনী সাফিনা এ আরব এর ২০০ গজ কাছাকাছি চলে আসিয়াছিল। পাকিস্তান ভারতকে এহেন কাজ থেকে বিরত থাকার জন্য আহবান জানান।