১ অক্টোবর ১৯৭১ আরবি হরফে বাংলা ভাষার অক্ষর চালুর প্রস্তাব
মোহাজের বাঙালি ঢাকা হাই কোর্টের বিচারপতি হামুদুর রহমান বিদ্যমান হরফের পরিবর্তে আরবি হরফ চালুর প্রস্তাব করেছেন। এর ফলে দেশের দুই অংশের মধ্যে সংস্কৃতির মিলন ঘটবে। বর্তমানে দুই অংশে সংস্কৃতির কোন মিল নাই ফলে এই সঙ্কটের সৃষ্টি হইয়াছে। তিনি বলেন শিক্ষা বেবস্থার পরিবর্তন না হইলে দেশের ঐক্য জাতীয়তাবাদ ও আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে না। ইতিপূর্বে শরিফ কমিশন এই কাজটি করতে চাহিয়াছিল কিন্তু সরকার তা বাস্তবায়ন করতে পারে নাই।