You dont have javascript enabled! Please enable it! 1971.10.01 | মীর্জা গোলাম হাফিজ ও চীনের সাহায্য - সংগ্রামের নোটবুক

১ অক্টোবর ১৯৭১ঃ মীর্জা গোলাম হাফিজ ও চীনের সাহায্য

ঢাকায় নিযুক্ত চীনের কন্সাল জেনারেল চ্যাং ইং বলেছেন বলেছেন গণচীন সব সময় পাকিস্তানের ন্যায়সঙ্গত সংগ্রাম সমর্থন ও বিদেশী আক্রমনের সময় পাকিস্তানের পাশে থাকবে। স্থানিয় একটি হোটেলে পাক চীন মৈত্রী সমিতির পূর্ব পাকিস্তান শাখা আয়োজিত চীনের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি পাকিস্তানের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। পাক চীন মৈত্রী সমিতির সভাপতি মীর্জা গোলাম হাফিজ তার ভাষণে বলেন পাকিস্তানের বিপদে চীনের অকুণ্ঠ সাহায্য ও সমর্থনের জন্য চীনা জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। চীন ও পাকিস্তান পরস্পরের শ্রেষ্ঠ বন্ধু তাদের এই সম্পর্ক বিশেষ কোন শক্তি ভাঙ্গতে পারবে না।