You dont have javascript enabled! Please enable it! 1971.10.01 | ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডগলাস হিউম সাম্প্রতিক ভারত পাকিস্তান সিমান্তে গেরিলা তৎপরতা ও নাশকতা মুলক কাজে চিন্তিত হইয়া পরিয়াছেন - সংগ্রামের নোটবুক

১ অক্টোবর ১৯৭১ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডগলাস হিউম

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলেক ডগলাস হিউম জাতিসংঘে বিশাল এক সাংবাদিক সম্মেলনে বলেছেন ভারত পাকিস্তান পরিস্থিতি মারাত্মক আকার ধারন করিতেছে। সময়ের সাথে এই পরিস্থিতির উন্নতি হইবে বলে তিনি আশা করেন না। সাম্প্রতিক ভারত পাকিস্তান সিমান্তে গেরিলা তৎপরতা ও নাশকতা মুলক কাজে তিনি চিন্তিত হইয়া পরিয়াছেন। গেরিলারা সম্প্রতি কয়েকটি রিলিফবাহী জাহাজের ক্ষতি করিয়াছে। ফলে শিপিং ব্যাবস্থায় স্থবিরতা দেখা দিয়াছে। তিনি পূর্ব পাকিস্তানের যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নে জাতিসংঘকে কার্যকর ভুমিকা নেয়ার আহবান জানান।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানকারী পাকিস্তান দলের নেতা মাহমুদ আলী এদিন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আলেক ডগলাস হিউমের সঙ্গে দেখা করে।