You dont have javascript enabled! Please enable it! 1971.11.28 | ঢাকা শহর জামাতের কর্মীসভা - সংগ্রামের নোটবুক

২৮ নভেম্বর ১৯৭১ঃ ঢাকা শহর জামাতের কর্মীসভা

জামাত নেতা অধ্যাপক গোলাম সারওয়ারের সভাপতিত্বে ঢাকা জামাতের কর্মীসভা অনুষ্ঠিত হয় এদিন। সভায় ঢাকা শহর, টঙ্গী, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও কেরানীগঞ্জ এলাকার কর্মীরা যোগ দেয়। সভায় ভারতীয় হামলার প্রতিবাদ জানিয়ে বলা হয়, ভারত পাকিস্তানের কিছুটা জায়গা দখল করে তথাকথিত বাংলাদেশ সরকারকে বসাতে চায়। পরিষদে জামাতের নবনির্বাচিত সদস্য শফিকুল্লাহ(৭২ থেকে গোপন জামাতে ইসলামীর সভাপতি), অধ্যাপক ইউসুফ আলী( কাপাসিয়া/কালিগঞ্জ, ৭২ এ নাগরিকত্ব বাতিল ) ও অ্যাডভোকেট আফাজউদ্দিন আহমদ এক বিবৃতিতে ভারতীয় হামলা বন্ধ করতে এগিয়ে আসার জন্যে বিশ্ব নেতাদের প্রতি আহবান জানায়।