You dont have javascript enabled! Please enable it!

চীন সাধারন পরিষদে অভিযোগ করে সোভিয়েত ইউনিয়ন ভারতীয় আক্রমনে উৎসাহ যোগাচ্ছে। চীনের প্রতিনিধি চিয়াও কুয়ান হুয়া বলেন সোভিয়েত ভারত মৈত্রী চুক্তির উপর ভর করে ভারত পাকিস্তানের উপর হামলা করছে। তার দেশ বরাবরই দুই দেশের বিরোধ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তির পক্ষে। পাক প্রতিনিধি আগা শাহী বলেন রাশিয়ার উদ্দেশ্য যাই থাকুক সে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় অভিসন্ধি জোরদার করছে। ভারতীয় প্রতিনিধি সমর সেন বলেন রুশ ভারত চুক্তি আক্রমণাত্মক নয়। তিনি অন্যান্য দেশের সাথেও অনুরূপ চুক্তি স্বাক্ষরের প্রস্তাব দেন।