২৮ নভেম্বর ১৯৭১ঃ জীবন নগর দখল
ভারতীয় বাহিনীর সাহায্য নিয়ে ৮ নং সেক্টরের মুক্তিবাহিনী জীবন নগর দখল করে। মুক্তি বাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন মুস্তাফিজ। পাক সরকারের মুখপাত্র জানান জীবন নগরে ভারতীয় এক ব্রিগেড সৈন্য এক স্কোয়াড্রন ট্যাঙ্ক নিয়ে হামলা করে। জীবন নগর দখল করার অন্যতম কারন হল এলাকাটি সীমান্ত থেকে মাত্র ৮ মাইল ভিতরে।