You dont have javascript enabled! Please enable it! 1971.04.07 | পূর্ব বাংলার বর্তমান ঘটনাবলীর নিন্দা করে বিধানসভায় সরকারি প্রস্তাব গৃহীত | ত্রিপুরা - সংগ্রামের নোটবুক

পূর্ব বাংলার বর্তমান ঘটনাবলীর নিন্দা করে বিধানসভায় সরকারি প্রস্তাব গৃহীত

আগরতলা, ৩১ মার্চ, ১৯৭১ ইং: ত্রিপুরা বিধান সভায় আজ পূর্ব বাংলার বর্তমান ঘটনাবলীর তীব্র নিন্দা করে ও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত সরকারকে স্বীকৃতি দানের নিমিত্ত ভারত সরকারকে অনুরােধ জানিয়ে সর্বসম্মতিক্রমে এক সরকারি প্রস্তাব গ্রহণ করা হয়।
প্রস্তাবটি উত্থাপন করেন রাজ্য মুখ্যমন্ত্রী শ্রীশচীন্দ্র লাল সিংহ। প্রস্তাবটি নিম্নে দেওয়া হলাে:
পূর্ব বাংলার জনগণের মানবিক অধিকারের অস্বীকৃতি এবং ইয়াহিয়া ও তার অনুগামীরা বাংলাদেশের মানুষের উপর নৃশংশ অত্যাচার চালাচ্ছেন বলে যে উদ্বেগজনক পরিস্থিতির উদ্ভব হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই সভা বাংলাদেশের স্বাধীনতা প্রেমী মানুষের গণতান্ত্রিক অধিকার স্থাপনের সংগ্রামে পূর্ণ সমর্থন জানাচ্ছেন এবং শেখ মুজিবের নেতৃত্বে গঠিত নতুন সরকারকে স্বীকৃতি দানের জন্য এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সর্বপ্রকারে সাহায্য করার জন্য ভারত সরকারকে অনুরােধ জানাচ্ছেন।
বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন এই সভা তাদের প্রতি শােক এবং শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
মুখ্যমন্ত্রীসহ সভায় অধিকাংশ সদস্য প্রস্তাবটি সমর্থন করে তাদের নিজস্ব বক্তব্য রাখেন।

সূত্র: ত্রিপুরা
৭ এপ্রিল, ১৯৭১
২৫ চৈত্র, ১৩৭৭