You dont have javascript enabled! Please enable it! 1971.11.28 | লে. জেনারেল নিয়াজী যশোরের ঝিনাইদহের বিভিন্ন রণাঙ্গন পরিদর্শনে যান - সংগ্রামের নোটবুক

২৮ নভেম্বর ১৯৭১ঃ লে. জেনারেল নিয়াজী

লে. জেনারেল নিয়াজী এদিন যশোরের ঝিনাইদহের বিভিন্ন রণাঙ্গন পরিদর্শনে যান। তিনি এখানে সৈনিকদের বীরত্বপূর্ণ সাফল্যে গর্ব প্রকাশ করেন। ঝিনাইদহ পৌঁছলে সেখানকার পাকপন্থী জনগন তাকে শ্লোগান সহকারে অভ্যর্থনা জানায়। নিয়াজী তাদের উদ্দেশ্যে বলেন, যাদের জিহাদী মনোবল ও দৃঢ়তা রয়েছে তাদরেকে কখনো ধ্বংস করা যায় না। তিনি পাকিস্তান প্রতিষ্ঠার আগে মুসলমানদের দুরবস্থা স্মরণ করিয়ে দিয়ে বলে যে, বিধর্মীরা আবার আমাদেরকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করতে চায়। এদেরকে সহযোগিতা করছে কতিপয় মুসলমান নামধারী বিভ্রান্ত ব্যক্তি।
নোটঃ মাত্র একদিন আগে তিনি যশোর সফর করেন। এই দিনে আবার ঝিনাইদহ আসার কারন হল ভারত ঝিনাইদহ বরাবর নতুন যুদ্ধ ফ্রন্ট খুলেছে এবং প্রথম দিনেই তারা জীবন নগর দখল করে নেয়। এই অংশে পাক বাহিনী যুদ্ধের ৪-৫ দিন পর থেকেই তেমন কোন প্রতিরোধ না গড়েই পলায়ন বা আত্মসমর্পণ করে।