বাঙলাদেশ সমস্যা সমাধানের যুগােস্লাভ-কানাডার যুক্ত ইস্তেহার
ওটোয়া, ৭ নভেম্বর (ইউএনআই) – বাঙলাদেশ সংকট যাতে আরও ঘনীভূত না হয় তার জন্য এবং সেখানকার মানুষের অধিকার ও স্বার্থ নিশ্চিত করার জন্য এক রাজনৈতিক সমাধানের উদ্দেশ্যে বিশ্বরাষ্ট্র সমবায়কে ব্যবস্থা নিতে হবে। যুগােশ্লাভ ও কানাডা আজ এই ঐক্যমত্যে পৌঁছছে। “তানযুগ” সংবাদ দিয়ে বলেছে, যুগােশ্লাভ প্রেসিডেন্ট যােসেফ ব্রঞ্জ টিটোর নেতৃত্বে সফররত প্রতিনিধি দলের সঙ্গে কানাডীয় সরকারী প্রতিনিধিদের আলােচনা শেষে এক যুক্ত ইস্তাহারে আরও বলা হয়েছে দেশ দু’টি মনে করে, শরণার্থীদের স্বদেশে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য বিশ্বরাষ্ট্র সমবায়কে যােগ্য ভূমিকা পালন করতে হবে।
যুক্ত ইস্তাহারে স্বীকার করা হয়েছে, ভারতে লক্ষ লক্ষ শরণার্থীর উপস্থিতি “গুরুতর উদ্বেগ সৃষ্টি করেছে। জাতিসংঘে চীনের আসন পাওয়ার দেশ দুটি সন্তোষ প্রকাশ…
সূত্র: কালান্তর, ৯.১১.১৯৭১