পূর্ববঙ্গের পুতুল শাসকের এক মুখে দুই কথা
কলকাতা, ১৪ সেপ্টেম্বর- বাঙলাদেশের পাক অধিকৃত অঞ্চলের গভর্নর ডঃ এম এ মালিক আজ ভারতের বিরুদ্ধে একই সঙ্গে কুৎসা প্রচার করেছেন-আবার শরণার্থী সমস্যা সম্পর্কে অলােচনার জন্য ভারত সরকারের সঙ্গে এক টেবিলে বসতেও রাজী হয়েছেন। ইউ এন আই জানাচ্ছে যে, ঢাকা রেডিও প্রদত্ত এক বেতার ভাষণে তিনি বলেছেন যে শরণার্থীসহ অন্যান্য সমস্যা সম্পর্কে ভারতীয় মন্ত্রীদের সঙ্গে আলােচনা করতে রাজী আছেন। তবে ভারত পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে শরণার্থী প্রত্যাবর্তনের পথে বাধা সৃষ্টি করছে বলে ভারতের বিরুদ্ধে তিনি অভিযােগ করেছেন। ডঃ মালিক স্বীকার করেছেন শরণার্থীদের ফেলে আসা সম্পত্তি পাক দালালের মধ্যে বিলি বণ্টন করা হয়েছে। তবে শরণার্থীরা ফিরে এলেই তাদের হাতে পুনরায় সম্পত্তি প্রত্যার্পণ করা হবে বলে তিনি ওকালতি করেছেন। এ ছাড়াও তাকে স্বীকার করতে হয়েছে যে পাক অধিকৃত অঞ্চলের অর্থনীতি, শিল্প, ব্যবসা-বানিজ্য, শিক্ষা ও সংযােগ ব্যবস্থা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র: কালান্তর, ১৪.৯.১৯৭১