You dont have javascript enabled! Please enable it! 1971.09.20 | সীমান্ত পেরিয়ে বাঙলাদেশ প্রবেশের সংকল্প- আন্তর্জাতিক সম্মেলনে ২৫টি দেশের প্রতিনিধির প্রস্তাব | কালান্তর - সংগ্রামের নোটবুক

সীমান্ত পেরিয়ে বাঙলাদেশ প্রবেশের সংকল্প
আন্তর্জাতিক সম্মেলনে ২৫টি দেশের প্রতিনিধির প্রস্তাব

নয়াদিল্লী, ১৯ সেপ্টেম্বর (ইউ এন আই)- স্বাধীন বাঙলাদেশের প্রতি বিভিন্ন জাতির স্বীকৃতি প্রদর্শনের জন্য বাঙলাদেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে যােগদানকারী ২৫টি দেশের প্রতিনিধিরা সীমান্ত অতিক্রম করে পূর্ববাঙলায় প্রবেশের প্রস্তাব করেছেন। আজ সম্মেলনের দ্বিতীয় দিনে এই প্রস্তাবটি উত্থাপিত হয় বলে সম্মেলন সূত্রে সংবাদটি পাওয়া গেল। গতকাল নয়াদিল্লীতে এই সম্মেলন শুরু হয়েছে। তিনটি কমিশনে ভাগ হয়ে আজ সম্মেলনের কাজ চলে। কমিশনের বিষয়গুলি ছিল: ১. বাঙলাদেশ ২.মুক্তি সংগ্রাম ও বাঙলাদেশ সরকারের প্রতি সমর্থণ ৩. বিশ্ববাসীর দায়িত্ব। বিশ্ববাসীর দায়িত্ব সংক্রান্ত কমিশনের প্রতিনিধিরা সারা দিন রিপাের্ট আলােচনা শেষে কাবুল থেকে রাওয়ালপিন্ডি পর্যন্ত শান্তি অভিযান করার আহ্বান জানাবেন বলে জানা গেল। এই কমিশনের চেয়ারম্যান ছিলেন সিংহলের প্রতিনিধি শ্রীসিনারাত গুনেশ্বরধানী। গতকাল তিনি স্বয়ং উদ্বোধনী অধিবেশনে বাঙলাদেশ পাকিস্তানী দখলদার বজায় রাখার বিরুদ্ধে তীব্র আক্রমণ চালান। অধিবেশনে যােগদানকারী প্রতিনিধিরা পাকিস্তানী নৃশংসতার চিহ্ন দেখার জন্য আমরা বুধবার শরণার্থী শিবির পরিদর্শনে যাবেন। বাঙলাদেশ সংক্রান্ত কমিশন বাঙলাদেশের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেছেন বলে জানা গেছে। মুক্তি সংগ্রাম ও বাঙলাদেশ সরকারের প্রতি সমর্থন সংক্রান্ত কমিশন স্বাধীনতা সংগ্রামীদের সর্বপ্রকার বৈষয়িক সহযােগিতা দানের দাবি জানিয়েছেন-সম্মেলন সূত্র থেকে পাওয়া গিয়েছে। কমিশন তিনটির সুপারিশগুলি আগামীকাল পূর্ণাঙ্গ অধিবেশনে পেশ করা হবে। অতঃপর আন্তর্জাতিক সম্মেলনের ঘােষনাপত্রে এগুলি সংযােজিত হবে। আগামীকাল সম্মেলনের শেষ দিন।

সূত্র: কালান্তর, ২০.৯.১৯৭১