৩০ নভেম্বর ১৯৭১ঃ জেনারেল নিয়াজী
লে. জেনারেল নিয়াজী এদিন সৈয়দপুর সফরে যান। তার সভাপতিত্বে অনুষ্ঠিত সৈয়দপুর বিমানবন্দরের পাশের মাঠে এক সভায় এখানে উপস্থিত বক্তারা ঘোষণা করেন, একজন পাকিস্তানি জীবিত থাকতেও পাকিস্তানের পবিত্র মাটি অপবিত্র হতে দেয়া হবে না। তারা সেনাবাহিনীর প্রতি স্থানীয় জনগনের পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেন। জনগন পাকিস্তানের পতাকা, ভারত খতম কর, আল জেহাদ,হিন্দু সাম্রাজ্যবাদ ধ্বংস কর, পাকিস্তান জিন্দাবাদ লেখা সম্বলিত অসংখ্য প্ল্যাকার্ড ফেস্টুন বহন করে এবং মুহুর্মুহু শ্লোগান দ্বারা এলাকা প্রকম্পিত করে রাখে। নিয়াজি তাদের স্বতঃস্ফূর্ত সমরথনে ধন্যবাদ জানিয়ে বলেন এই অদম্য মনোবলে দিপ্ত জনতাকে পরাজিত করা যায় না। ভারতীয় এজেন্ট দের প্রতি তিনি করুনা প্রকাশ করে বলেন তারা তো শত্রুদের হাতের পুতুল।