You dont have javascript enabled! Please enable it! 1971.11.29 | পাকিস্তানের সংহতি ও অখণ্ডতার সমর্থনে ঢাকায় কেন্দ্রীয় শান্তিকমিটির উদ্যোগে হরতাল এবং মিছিল - সংগ্রামের নোটবুক

২৯ নভেম্বর ১৯৭১ঃ কেন্দ্রীয় শান্তিকমিটি

পাকিস্তানের সংহতি ও অখণ্ডতার সমর্থনে এদিন ঢাকায় কেন্দ্রীয় শান্তিকমিটির উদ্যোগে হরতাল এবং মিছিল হয়। মিছিলে নেতৃত্ব দেন সবুর খান, খাজা খয়ের, গোলাম সারওয়ার, শফিকুল্লাহ, সিরাজউদ্দিন, এমএ মতিন, আশরাফ আলী প্রমুখ স্বাধীনতাবিরোধী নেতৃবৃন্দ। মিছিল শেষে চক বাজারে নেতারা মিছিলকারীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সভায় বক্তারা বলেন ভারতীয় হামলার বিরুদ্ধে প্রদেশের সকল মানুষ আজ ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবদ্ধ মানুষেরাই ভারতের বিরুদ্ধে দাতভাঙ্গা জবাব দিয়ে পাকিস্তানের অসম্পূর্ণ মানচিত্র সম্পূর্ণ করবে।
খয়ের উদ্দিন বলেন সমগ্র জাতি আজ ভারতের বিরুদ্ধে সীমান্তে মোকাবেলারত সেনাবাহিনীর পিছনে আছে। বাণিজ্যমন্ত্রী আখতারুদ্দিন বলেন আমরা আগে আসাম পশ্চিমবাংলা এবং কাশ্মীর থেকে বঞ্চিত হয়েছি এবার তা দখল করে মানচিত্র সম্পূর্ণ করব।
এ এস এম সোলায়মান বলেন মুসলমানেরা কখনো হিন্দুদের সাথে যুদ্ধে পরাজিত হয়নি। হামলা বন্ধ না হলে যুদ্ধ হবে ভারতের মাটিতে।
জামাতের গোলাম সারওয়ার বলেন ভারত পূর্ব পাকিস্তান নয় এ এলাকার মুসলমানদের ইমানের উপর হামলা করেছে মুসলমানেরা কখনো পরাজিত হয় না হয় শহীদ অথবা গাজী।