You dont have javascript enabled! Please enable it!

৯ নভেম্বর, ১৯৭১ঃ ইয়াহিয়া খান

জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক পত্রে পাকিস্তান প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সীমান্তে ভারতের অব্যাহত হামলার বিষয় অবহিত করে জাতিসংঘ মহাসচিব উথান্ত বরাবর পত্র প্রেরন করেছেন। তিনি পূর্ব পাকিস্তানে সীমান্ত লঙ্ঘন পর্যবেক্ষণের জন্য সীমান্ত এলাকায় জাতিসংঘ পযবেক্ষক মোতায়েনের আবেদন জানান। গত অক্টোবরে উথান্ত এই প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তান প্রস্তাব গ্রহন করলেও ভারত তা গ্রহন করেনি। পাক সরকারের একজন মুখপাত্র রাওয়ালপিন্ডিতে বলেন পাক ভারতের সমস্যা নিয়ে জাতিসংঘে বিতর্ক আয়োজনের এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।