২৬ নভেম্বর ১৯৭১ঃ পচাগড় আক্রমন
ভজনপুর সাব সেক্টর কমান্ডার উইং কমান্ডার সদরুদ্দিনের কম্যান্ডে তার বাহিনীর সকল কোম্পানি ভারতীয় সেনাবাহিনীর ১৮ ও ২১ রাজপুত ৭ মারাঠা রাইফেলস এর সকল কোম্পানি মিলে পচাগড় আক্রমন করে। ভারতীয় বাহিনী আর্টিলারি শেল নিক্ষেপের মাধ্যমে আক্রমনের সুচনা করে। তাদের বাহিনিকে আরও সহায়তা করে দুই স্কোয়াড্রন ট্যাঙ্ক ও আর্টিলারি দল। ট্যাঙ্ক গুলি প্রচণ্ড পালটা আক্রমনে তাদের অগ্রযাত্রা স্থগিত করে। ২১ রাজপুত সুগার মিলের বিপরীতে, ৭ মারাঠা জুট কর্পোরেশনের বিপরীতে অবস্থান নেয়। এই যুদ্ধে ভারতের একজন ক্যাপ্টেন সহ ৬-৭ জন নিহত হয়। পাকিস্তান পক্ষে বেশ কয়েকজন নিহত হয়। জুট কর্পোরেশন এলাকা মুক্তিবাহিনীর দখলে আসে।
নোটঃ ১) পচাগড় ঠাকুরগাঁ মহকুমার অংশ ছিল ১৯৮০ সনে পঞ্চগড় নামে মহকুমা হয়।
২) বিভিন্ন বই এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে বর্ণিত শতাধিক ভারতীয় সৈন্য নিহতের তথ্য সঠিক নয়।
৩) ছবি পচাগড় যুদ্ধে পাকিস্তানী সৈন্য। পচাগর তখন ঠাকুরগায়ের অংশ ছিল তাই ফটোগ্রাফার আব্বাস আত্তার ঠাকুরগাঁও লিখেছেন।