You dont have javascript enabled! Please enable it! 1971.11.26 | মুক্তিবাহিনী ফেনীর ১৫ কিমি বাহিরে শহর অবরোধ করে রেখেছে - সংগ্রামের নোটবুক

২৬ নভেম্বর ১৯৭১ঃ ফেনী অবরোধ

পরশুরাম এবং ফুল গাজী দখল করে মুক্তিবাহিনী এখন ফেনীর ১৫ কিমি বাহিরে শহর অবরোধ করে রেখেছে। ফেনী বিমান ক্ষেত্র কার্যত নিষ্ক্রিয় অবস্থায় আছে। মুক্তিবাহিনী অবরোধের মধ্যে অনবরত মর্টার শেল বর্ষণ করছে। ফেনীতে(শহর বাদে) ইতিমধ্যে বেসরকারি প্রশাসন চালু হয়ে গেছে। বিলোনিয়ায় পাক বাহিনী একটি ট্রেন রেখে যাওয়ায় নতুন প্রশাসন বিলোনিয়া আনন্দপুর ট্রেন সার্ভিস চালু করেছে।