You dont have javascript enabled! Please enable it!

২৬ নভেম্বর ১৯৭১ঃ ত্রিদিভ রায়

জাতীয় পরিষদ সদস্য ও প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের এর বিশেষ দুত ত্রিদিভ রায় কলম্বোতে বলেন ভারত পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে আধিপত্য বিস্তার করতে চায়। তিনি শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকের কাছে প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের এক খানা পত্র পৌছাতে কলম্বো গিয়েছেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানকে কিছু স্বায়ত্তশাসন দেয়া উচিত এবং তাহা প্রেসিডেন্ট ডিসেম্বরে প্রস্তাবিত শাসনতন্ত্রে প্রকাশ করিবেন।