২৬ নভেম্বর ১৯৭১ঃ নূরুল আমিন
সম্মিলিত কোয়ালিশন দলের বৈঠক শেষে নূরুল আমিন সাংবাদিকদের জানান, তার দলের কেন্দ্রীয় প্রধান নবাবজাদা নসরুল্লাহ খানের জাতীয় সরকারের দাবী প্রত্যাখ্যান করে বলেন এ বিষয়ে তিনি এবং তার মধ্যে কোন আলোচনা হয়নি। এটা দলীয় মতামত নহে ইহা তার ব্যাক্তিগত মতামত। তিনি বলেন ক্ষমতা হস্তান্তরের পর জাতীয় সরকার গঠন করা উচিত। অধিক সংখ্যক দল মিলে সরকার গঠন করলে দেশের চলমান সঙ্কট উত্তরণ সম্ভব হবে।