২৫ নভেম্বর ১৯৭১ঃ চৌ এন লাই
চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এবং সহকারী পররাষ্ট্রমন্ত্রী হ্যান নিন লাং চীনে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত কেএম কায়সারের কাছে ‘ভারতীয় হামলার’ কারণে তাদের উদ্বেগ প্রকাশ করে। পাকিস্তানি রাষ্ট্রদূত কেএম কায়সার প্রেসিডেন্ট ইয়াহিয়ার একটি পত্র নিয়ে চৌ এন লাই এর সাথে দেখা করতে গিয়েছিলেন। চৌ কায়সারকে গতমাসে পাকিস্তান প্রতিনিধিদল এর চীন সফরে দেয়া তার প্রতিশ্রুতির কথা পুনরুল্লেখ করেন।