২৫ নভেম্বর ১৯৭১ঃ নবাবজাদা নসরুল্লাহ খান
সংযুক্ত কোয়ালিশন পার্টি প্রধান নেতা ও পিডিপি অল পাকিস্তান সভাপতি নবাবজাদা নসরুল্লাহ খান লাহোরে এক বিবৃতিতে বলেছেন দেশের বর্তমান প্রেক্ষাপটে জাতীয় ও আদর্শতে বিশ্বাসী লোকদের নিয়ে একটি জাতীয় সরকার গঠনের জন্য ইয়াহিয়ার প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন কায়েদে আজমের যে পাকিস্তান আমরা পেয়েছিলাম তাহা টিকিয়ে রাখার জন্য দেশের প্রশাসনের সাথে পূর্ব পাকিস্তানকে সঠিক ভাবে সংযুক্ত করা আবশ্যক। অতীতের ভুলকে আর পুনরাবৃত্তি করতে দেয়া যায় না। ভুট্টোর নিজের হাতে ক্ষমতা দাবীকে তিনি অত্যন্ত দুর্ভাগ্যজনক ও দুঃখজনক আখ্যায়িত করেন। তিনি বলেন আমাদের অতীত গৌরব আমাদের একটি মাত্র পথ নির্দেশ করে তা হল জিহাদ। আসুন আমরা আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ভারতীয় হামলা চিরদিনের জন্য স্তব্দ করে দেয়ার ক্ষমতা দেয়।