২৫ নভেম্বর ১৯৭১ঃ গভর্নর মালিক
গভর্নর ডা. আবদুল মোতালিব মালিক পশ্চিম পাকিস্তানের তক্ষশীলায় সাংবাদিকদের জানান, পূর্ব পাকিস্তান নয় পাকিস্তান আক্রান্ত হয়েছে। বাসস্থান প্রতিরক্ষায় প্রতিটি পাকিস্তানীর সংগ্রাম করা কর্তব্য। পাকিস্তান দুইটি ফ্রন্টে যুদ্ধ করছে একটি ভারতের সাথে আরেকটি দেশের ভিতরে তাদের চরদের সাথে। এ যুদ্ধ শুধু পূর্ব-পাকিস্তানে নয়, পশ্চিম-পাকিস্তানেও এর বিস্তার ঘটবে। তিনি পূর্ব-পাকিস্তানে দুষ্কৃতকারী (মুক্তিযোদ্ধা) দমনে শুদ্ধি অভিযান চালানোর সঙ্গে সঙ্গে পশ্চিম-পাকিস্তানেও শুদ্ধি অভিযান চালানোর পরামর্শ দেন।