২৪ নভেম্বর, ১৯৭১ঃ গরিবপুর –সিংহঝুলি যুদ্ধ
২৪ নভেম্বর গরিবপুরে মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সঙ্গে পাকবাহিনীর এক ট্যাঙ্ক যুদ্ধ হয়। এই ট্যাঙ্ক যুদ্ধে পাকিস্থানীদের ১৪টি ট্যাঙ্ক ছিল। যুদ্ধে পাক মিত্রবাহনীর ৫ টি ট্যাংক নষ্ট হলেও পাক বাহিনী তাদের সব কয়টি ট্যাঙ্ক হারায়। এই যুদ্ধ গরিবপুর -সিংহঝুলি মাঠে মুক্তি বাহিনীর সাথে পাক বাহিনীর সম্মুখ যুদ্ধে অস্ত্র শেষ হয়ে গেলে হাতাহতিতে রূপ নেয়। যা মল্লযুদ্ধ নামে পরিচিত। এ যুদ্ধে মুক্তি বাহিনী জয় লাভ করে। আধুনিক অস্ত্রের যুগে বাংলাদেশ তথা আধুনিক বিশ্বের ইতিহাসে কোন যুদ্ধে এমন মল্লযুদ্ধ আর হয়নি।