You dont have javascript enabled! Please enable it! 1971.11.24 | পচাগড় যুদ্ধ - এখানে ৩ জন মুক্তিযোদ্ধা নিহত হয় এবং ৭ জন আহত হয় - সংগ্রামের নোটবুক

২৪ নভেম্বর ১৯৭১ঃ পচাগড় যুদ্ধ

অমরখানা যৌথ বাহিনীর হাতে আসার পর জগদ্দলহাটের দিকে অগ্রসর হয়। জগদ্দলহাটের এর কাছাকাছি পাক বাহিনীর শক্ত প্রতিরোধের সম্মুখীন হয়। এখানে ৩ জন মুক্তিযোদ্ধা নিহত হয় এবং ৭ জন আহত হয় সেঃ লেঃ এম মতিন চৌধুরী আহত হন। মাঝ রাতে আবার আক্রমন শুরু হয় ভারতীয় গোলন্দাজ এবং মুজিব ব্যাটারির গোলাবর্ষণে পাক বাহিনী পশ্চাদপসরণ করে। জগদ্দল হাট মুক্ত হয়। এই যুদ্ধে সাব সেক্টর কম্যান্ডার উইং কম্যান্ডার সদরুদ্দিন নিজে যুদ্ধ ময়দানে ছিলেন।