You dont have javascript enabled! Please enable it! 1971.11.23 | পচাগর ফ্রন্ট | এই যুদ্ধে মুক্তিবাহিনীর ৩০ জন হতাহত হয় - সংগ্রামের নোটবুক

২৩ নভেম্বর ১৯৭১ঃ পচাগর ফ্রন্ট

অমরখানা যুদ্ধের সাফল্য লাভের পর মুক্তিবাহিনী ও ভারতের ১২ রাজপুতানা রাইফেলস যৌথভাবে জগদ্দল হাট আক্রমন করে কিন্তু তা দখলে ব্যার্থ হয়। এই যুদ্ধে মুক্তিবাহিনীর ৩০ জন হতাহত হয়।