২২ নভেম্বর ১৯৭১ সিলেট(আট গ্রাম) আক্রমন
শেষ রাতে কামানের সাহায্য নিয়ে ৪/৫ গুর্খা আট গ্রাম দখল করতে সক্ষম হয়। এই সংঘর্ষে পাকিস্তান পক্ষের মেজর আলভী সহ ব্যাপক হতাহত হয়। ভারতীয় পক্ষে একজন ক্যাপ্টেন ও ১ জন লেফটেনেন্ট সহ ৬ জন নিহত হয়। হাবিলদার দিল বাহাদুর ছেত্রি একাই ছুরি/ খুক্রি দিয়ে ৬ জন পাক সৈন্য হত্যা করেন। তার বীরত্ব এর খবর শুনে মানেকশ তার সাথে পরে দেখা করেন। তাকে পরে মহাবীর চক্র( বীর উত্তম) উপাধি দেয়া হয়। মিত্র বাহিনী পরে সরকার বাজারের দিকে অগ্রসর হয়। সরকার বাজার ও চরখাই ৩১ পাঞ্জাব ব্যাটেলিয়ন সদর দফতর। চরখাই পতন হলে পরবর্তী খাদিম নগরে ৩১ পাঞ্জাবের এক খণ্ডিত কোম্পানির অবস্থান আছে তাকে সহজেই ধরাশায়ী সম্ভব।