২২ নভেম্বর ১৯৭১ নুরুল আমিন
উর্দু পত্রিকা মাসায়াত এর এক সংবাদে জানা যায় নুরুল আমীন আর পূর্ব পাকিস্তানে বসবাস করিবেন না তিনি এখন থেকে লাহোর বসবাস করিবেন। গুলবার্গে তাহার জন্য একটি বাংলো বাড়ি খোজা হচ্ছে। লাহোরে উর্দু দৈনিক জিন্দেগীতে নুরুল আমীনের এক বানী প্রকাশ করা হয় তাতে তিনি বলেন দেশ ৪৭ বা ৬৫ এর চেয়ে গুরুতর পরিস্থিতির মধ্যে যাচ্ছে এখন দেশের অভ্যন্তরে শত্রুরা নাশকতা কারজে লিপ্ত। তিনি বলেন দেশের প্রতিরক্ষায় সর্বপ্রকার ত্যাগ স্বীকার করলে পৃথিবীর কোন শক্তি পাকিস্তান ধ্বংস করতে পারবে না। তিনি আর বলেন আমাদের লক্ষ্য হল এক্তি এমন এক্তি শক্তিশালি পাকিস্তান গড়িয়া তোলা যেখানে ইসলাম ছাড়া অন্য কোন ব্যাবস্থা কাজ করিতে পারিবে না। রাওালপিণ্ডিতে ছাত্রদের উদ্দেশে তিনি বলেন পূর্ব পাকিস্তানের শতকরা ৮৫ জন লোক পাকিস্তান সেনাবাহিনীর পিছনে আছে। রাওালপিণ্ডিতে গনতান্ত্রিক যুব শক্তির এক সংবর্ধনা সভায় তিনি বলেন শক্তি প্রয়োগে দেশ শাসন করা যায় না তিনি নির্বাচিত প্রতিনিধিদের হাতে দ্রুত ক্ষমতা হস্তান্তরের আহবান জানান।