১৯ নভেম্বর ১৯৭১ প্রিন্স সদরুদ্দিন আগা খান
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার প্রিন্স সদরুদ্দিন আগা খান স্বীকার করেছেন শরণার্থী প্রবাহ এখনও চলছে এবং অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। শরণার্থীদের ফিরিয়ে নেয়ার পাকিস্তান সরকারের ইতিপূর্বে গৃহীত পদক্ষেপ সমুহ কোন কাজে আসেনি। তিনি বলেন ভারতে অবস্থানরত শরণার্থীদের জন্য আরও সাহায্য প্রয়োজন। শরণার্থীদের স্বেচ্ছায় স্বদেশ প্রত্যাবর্তনের মধ্যেই এই জটিল সমস্যার সমাধান নিহিত। তিনি বলেন আন্তরিকতাহীন মুখের কথা এবং একটি স্থায়ী সমাধান ছাড়া আন্তরিকতা শরণার্থীদের আশা আকাঙ্খাকে কৌতুকে পরিনত করবে। তাদের এমন আশ্বাস দেয়া উচিত ছিল দেশে ফিরে তারা তাদের জমি জমা ফেরত পাবে এবং তাদের বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেয়া হবে না।