২১ নভেম্বর ১৯৭১ঃ বৃহৎ শক্তির সাথে ঈশ্বর যাচ্ছেন না—মেলকম ব্রাউন- নিউইয়র্ক টাইমস
নিউইয়র্ক টাইমস এর করাচী সংবাদদাতা মেলকম ব্রাউন নিউইয়র্ক টাইমস এ লিখেছেন বৃহৎ শক্তির সাথে ঈশ্বর যাচ্ছেন না। তিনি সম্প্রতি পূর্ব পাকিস্তানের গেরিলা প্রভাবিত এলাকা সফর করে এই প্রতিবেদন প্রেরন করেছেন। তিনি লিখেছেন পূর্ব পাকিস্তান পরিভ্রমণকারীদের জন্য এটা পরিস্কার যে, যে সমুদ্রে তিনি বিচরন করছেন তা স্বাধীন বাংলাদেশ অথবা বাঙালি জাতির জন্য সংগ্রামরত বাঙালি গেরিলাদের মুক্তিবাহিনীর সমুদ্র। পাকিস্তানি সেনাবাহিনী এখন মনে করে যে রাজনিতি হচ্ছে বোকামি এবং ঈশ্বর বৃহৎ সেনাবাহিনীর পক্ষেই থাকবে। পূর্ব পাকিস্তানে বসবাসরত বিদেশীরা বুঝতে পারছেন যে মুক্তিবাহিনী রয়েছে সর্বত্র হোটেল, ব্যাংক, দোকান, সরকারী অফিস, বিদেশী দুতাবাস এমনকি বিদেশী ব্যাবসা প্রতিষ্ঠানেও। নদীমাতৃক বাংলাদেশের সাথে মেকং নদী অধ্যুষিত ভিয়েতনামের অনেক মিল। ভিয়েতনামে এরুপ এলাকায় আমেরিকানরা হেলিকপ্টার ব্যাবহার করে কিন্তু পাকিস্তানের সেই সুযোগ তেমন একটা নেই। ভারত সীমান্তের চারিদিকে সৈন্য সমাবেশ করায় পাকিস্তানিরা দেশের ভিতর অবস্থান করা মুক্তিবাহিনীকে প্রতিরোধের পরিবর্তে সীমান্ত পাহারায় মনোনিবেশ করতে হচ্ছে। সাম্প্রতিক গেরিলা কার্যক্রম পাকিস্তানীদের ইতিমধ্যে মানসিকভাবে পরাজিত করেছে। এখন পর্যন্ত পাকিস্তান বাহিনী যা করছে তা নিরীহ জনগনের সম্পত্তি উপাসনালয় জ্বালাও পোড়াও ছাড়া আর কিছুই নয়। সুত্রঃ দৈনিক সংবাদ আগরতলা, ত্রিপুরা। strait times Singapore 23 november 1971