১৬ নভেম্বর, ১৯৭১ঃ ভাটির যোদ্ধা জগৎজ্যোতি দাস বীরবিক্রম
আজমিরীগঞ্জে পাকবাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের এক ভয়াবহ যুদ্ধে দাস গ্রুপ কম্যান্ডার জগৎজ্যোতি দাস নিহত হন। তিনি ভারতে স্বল্পকালীন প্রশিক্ষন নিয়ে নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ সীমানা অঞ্চলে পাকবাহিনী ও তাদের দোসরদের সাফল্যজনক ভাবে প্রতিরোধ করে আসছিলেন। এই অকুতোভয় বীর মাত্র ২৫-৩০ জন সদস্য নিয়ে একটি গ্রুপ তৈরি করে দেশের ভিতরে থেকেই লড়ছিলেন।