You dont have javascript enabled! Please enable it!

১৮ নভেম্বর ১৯৭১ঃ আগা শাহী

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহী জাতিসংঘের প্রথম কমিটিতে বক্তব্য কালে বলেন দিনেমারের ( ডাচ) পররাষ্ট্র মন্ত্রী কে বি এন্ডরসনের বক্তব্য এর জবাবে বলেন তার সরকার পূর্ব পাকিস্তানের সমস্যার রাজনৈতিক সমাধানের জন্য আপ্রান চেষ্টা করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হল পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার জন্য সশস্র বিদ্রোহের পরিকল্পনা করা হয়েছে এবং জাতিসংঘ সনদ লঙ্ঘন করে একটি বিদেশী শক্তি এই বিদ্রোহীদের সশস্র সাহায্য করছে। তিনি বলেন আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় ব্যাবস্থা গ্রহন করা ছাড়া অন্য কোন বিকল্প নাই। পূর্ব পাকিস্তানের জনগন বিচ্ছিন্নতার পক্ষে ভোট দেয়নি এবং তার সরকার নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে চায়। উল্লেখ্য নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ড পৃথক ভাবে পূর্ব পাকিস্তানের সমস্যা সমাধানের জন্য তাদের নিজস্ব প্রস্তাব দাখিল করেছেন।