You dont have javascript enabled! Please enable it!

১৮ নভেম্বর ১৯৭১ঃ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিথ

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিথের দপ্তর হতে জানানো হয় যে পূর্ব পাকিস্তান সঙ্কটের শুরু থেকে তার দেশ পাকিস্তানের সাথে সংযোগ রক্ষা করে চলেছে। এর মধ্যে উভয় দেশের মধ্যে বেশ কয়েকবার পত্র বিনিময় হয়েছে। তবে কমনওয়েলথের রীতি অনুযায়ী পত্রের বিষয়বস্তু প্রকাশযোগ্য নয়। এ ব্যাপারে তার পররাষ্ট্রমন্ত্রী এলেক্স ডগলাস হিউম কাজ করে যাচ্ছেন এবং তিনি তার দেশের মনোভাব অক্টোবর মাসেই(১৮ তারিখে) তুলে ধরেছেন। তিনি তখন বলেছিলেন দেশের দুই অংশের কাছে গ্রহন যোগ্য একটি সমাধান তার দেশ কামনা করে।