১৮ নভেম্বর ১৯৭১ঃ পররাষ্ট্র সার্ভিসের তিন কর্মকর্তাকে চাকুরী হতে বরখাস্ত
পাকিস্তান সরকার পররাষ্ট্র সার্ভিসের নিম্নোক্ত তিন কর্মকর্তাকে চাকুরী হতে বরখাস্ত করেছেন তারা হলেন ফিলিপাইনে পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত (রাজনৈতিক) খুররম খান পন্নি, নয়াদিল্লিস্থ পাকিস্তান হাইকমিশনের সাবেক কাউন্সিলর হুমাউন রশিদ চৌধুরী (পিএফএস), নেপালে পাকিস্তান দুতাবাসের সাবেক ২য় সেক্রেটারি এএম মোস্তাফিজুর রহমান।