১৫ নভেম্বর ১৯৭১ঃ সম্মিলিত কোয়ালিশন পার্টি ( ইউসিপি) গঠন
৩ মুসলিম লীগ, জামাত, পিডিপি, নেজামে ইসলামী, জমিওতে ওলামা পাকিস্তান(পর্যবেক্ষক) এর নেতৃবৃন্দ লাহোরে মিলিত হয়ে সম্মিলিত কোয়ালিশন পার্টি (ফ্রন্ট) গঠনের ঘোষণা দেন। পিডিপি পূর্ব পাকিস্তান প্রধান নুরুল আমিন এই নবগঠিত ফ্রন্টের নেতা মনোনীত হন। সম্মেলনে উপস্থিত শীর্ষ কর্মকর্তাদের মাঝে নুরুল আমিন ছাড়া পূর্ব পাকিস্তানের অন্য কেউ ছিলেন না। এই ফ্রন্ট জাতীয় পরিষদে অভিন্ন অবস্থান গ্রহন করবে। জোটের একক নেতা হওয়ায় নুরুল আমিনের প্রধান মন্ত্রী পদ প্রাপ্তির পথ পরিস্কার হয়ে যায়। এই দিন করাচীর সান পত্রিকায় প্রকাশিত এক বিবৃতিতে নুরুল আমিন বলেন বহাল আওয়ামী লীগ দলীয় এমএনএ দের সমর্থন ছাড়া কোন দল বা জোট সরকার গঠন করতে পারবে না।