১৬ নভেম্বর ১৯৭১ঃ শান্তি সেনা গঠন
সরকার শান্তি সেনা নামে একটি সহায়ক বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। প্রতি টাউন, ইউনিয়ন, গ্রাম এবং মহল্লা পর্যায়ে এই বাহিনী গঠন করা হবে। পৌরসভার ওয়ার্ড গুলি ইউনিয়ন হিসাবে গণ্য হবে। এলাকা প্রতি ১০ জন করে বাহিনী হবে। আত্মরক্ষার জন্য তাদের অস্র দেয়া হবে। জেলা প্রশাসনের একজন এডিসি এই বাহিনীর দেখাশুনা করবেন। এর জেলা প্রধান একজন সরকারী কর্মচারী বহির্ভূত লোক হবেন। তার তাদের নিজ নিজ অধিক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন।