১৪ নভেম্বর ১৯৭১ঃ এসএসএফ ব্রিগেডিয়ার (দাপন) ডুন্ডাপ গিয়াৎসু নিহত
নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তিব্বতিয় গেরিলারা (এসএসএফ) পাকিস্তানী বাহিনীকে মরণকামড় দেওয়ার জন্যে ডুন্ডাপ গিয়াৎসুর নেতৃত্বে সীমান্ত পাড়ি দিয়ে পার্বত্য অঞ্চলে বরকল এলাকায় কর্ণফুলী নদীর ওপাড়ে প্রবেশ করে। নয়টি নৌকাভর্তি গেরিলারা দ্রুত ছড়িয়ে পড়ে পার্বত্য অঞ্চলের গভীরে।
১৪ তারিখে ডুন্ডাপ গিয়াৎসু পাকিস্তান ২ স্পেশাল সিকিউরিটি গ্রুপের আশরাফ কোম্পানীর সৈন্যদের সাথে গোলাগুলিতে নিহত হন। প্রায় দুই সপ্তাহ যাবত শেখ মনি, বাশখালীর এমএনএ আবু সালেহ, জেনারেল উবানের তদারকিতে মিজোরামের দিমাগিরি ক্যাম্প থেকে পাকিস্তানী স্পেশাল সিকিউরিটি গ্রুপের বিভিন্ন ক্যাম্প গুলিতে চোরাগোপ্তা হামলার পর এই দিনে সর্বাত্মক যুদ্ধের প্রথম দিনে তিনি নিহত হন। এই সময়ে ৩০০০ সদস্য এর বাহিনির প্রায় পুরোটাই তিনটি গ্রুপে বিভক্ত হয়ে পাক অবস্থান গুলোতে হামলা করে। প্রথম দিনে বেশ কয়েকটি পোস্ট দখলের পর বরকল দখলের জন্য ডুন্ডাপ গিয়াৎসু এর একটি দল দক্ষিণদিকে অগ্রসর হলে তারা পাল্টা আক্রমনের স্বীকার হয়। মিজো বিদ্রোহী এবং স্থানীয় চাকমাদের বৈরিতায় প্রথম দিনে দল তিনটি তেমন সুবিধা করতে পারেনি।