You dont have javascript enabled! Please enable it!

১৪ নভেম্বর ১৯৭১ রাজাকার বাহিনী প্রসঙ্গে শেরপাও

সফদর পিপিপি চেয়ারম্যান হায়াত মোহাম্মদ খান শেরপাও পেশোয়ারে বলেন জামাত রাজাকার আলশামস আল বদর বাহিনী তৈরি করে প্রতিপক্ষদের দমন করছে। তিনি বলেন ৬৫ সালের যুদ্ধের সময় এসকল বাহিনী কোথায় ছিল। তিনি বলেন জামাতের ভাড়া করা গুণ্ডারাই ভুট্টো এর উপর হামলা করেছে।