You dont have javascript enabled! Please enable it! 1971.11.14 | ক্ষমতায় জুলফিকার আলী ভুট্টো অধিষ্ঠিত করার দিন হবে পাকিস্তানের জন্য চরম অশুভের দিন- খাজা খয়ের উদ্দিন  - সংগ্রামের নোটবুক

১৪ নভেম্বর ১৯৭১ঃ খাজা খয়ের উদ্দিন

পিডিপি প্রাদেশিক সভাপতি নুরুল আমিন এর প্রধানমন্ত্রীর পদ একজন পূর্ব পাকিস্তানীকে দেয়ার দাবীর প্রতি কাউন্সিল মুসলিম লীগের প্রাদেশিক সভাপতি খাজা খয়ের উদ্দিন সমর্থন জানিয়েছেন। তিনি বলেন ক্ষমতায় জুলফিকার আলী ভুট্টো অধিষ্ঠিত করার দিন হবে পাকিস্তানের জন্য চরম অশুভের দিন। জুলফিকার আলী ভুট্টো বিগত ১০ বছর গনতন্ত্রের দুশমনের চূড়ামণি হিসাবে পূর্ব পাকিস্তানিদের হাতে ক্ষমতা না দেয়ার পিছনে ভুমিকা পালন করে গেছেন। জুলফিকার আলী ভুট্টো এর আগে জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠ দলকে ক্ষমতা হস্তান্তরে বাধা সৃষ্টি করেছিলেন। তখন তিনি বলেছিলেন জাতীয় পরিষদে কেউ যোগ দিলে জাতীয় পরিষদ কসাই খানা হবে। বর্তমানে জাতীয় পরিষদে জুলফিকার আলী ভুট্টোর এক তৃতীয়াংশও সংখ্যাগরিষ্ঠতা নাই। সংখ্যাগরিষ্ঠতা এখন পূর্ব পাকিস্তানিদের হাতে তাই এই দাবী ন্যায়সঙ্গত।