You dont have javascript enabled! Please enable it! 1971.11.13 | ভুরঙ্গামারী হানাদার মুক্ত - সংগ্রামের নোটবুক

১৩ নভেম্বর, ১৯৭১ঃ ভুরঙ্গামারী হানাদার মুক্ত

ভারতীয় বাহিনীর সহায়তায় মুক্তিবাহিনী ভুরঙ্গামারী সম্পূর্ণরূপে হানাদার মুক্ত করে। এই অভিযানে ভারতীয় বাহিনীর নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার যোশী এবং মুক্তিযোদ্ধাদের পরিচালনা করেন সেক্টর কমান্ডার কে.এম.বাশার ও সাব-সেক্টর কমান্ডার মেজর নওয়াজেশ। এই যুদ্ধে প্রচুর গোলাবারুদ সম্মিলিত বাহিনীর হাতে আসে। এই যুদ্ধে বহু পাকসৈন্য নিহত হয় এবং ৩ জনকে বন্দী করা হয়। পাক বাহিনীর এই ক্যাম্প থেকে বেশ কয়েকজন উচ্চ শিক্ষিত বীরাঙ্গনা উদ্ধার করা হয়। ভুরঙ্গামারীতে একটি পাক আর্মি ক্যাম্প থাকলেও এই থানার বেশিরভাগ এলাকাই মুক্ত ছিল। এই যুদ্ধে অল আউট যুদ্ধের জন্য বরাদ্ধকৃত ভারতীয় সৈন্য(৯ ব্রিগেড, ৬ ডিভিশন) সমাবেশ হয় ২৪ নভেম্বর। তার আগেই মুক্তিবাহিনী ভুরঙ্গামারী হানাদার মুক্ত করে।