১১ নভেম্বর ১৯৭১ঃ উইলি ব্রানডট
পশ্চিম জার্মান চ্যান্সেলর উইলি ব্রানডট পূর্ব পাকিস্তান সমস্যা সমাধানের পদক্ষেপ গ্রহন করার জন্য পাকিস্তানের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ইন্দিরা গান্ধীর সন্মানে দেয়া ভোজসভায় ভাষণ দিতে গিয়ে বলেন পশ্চিম জার্মানি গভীর উদ্বেগের সাথে ভারতীয় উপমহাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ব্রানডট বলেন পূর্ব পাকিস্তান হতে লাখ লাখ শরণার্থী আগমনে ভারত যে সমস্যার সম্মুখীন হয়েছে উহার প্রতি তার সরকারের গভীর সহানুভূতি রয়েছে। তিনি বলেন বিষয়টি পাকিস্তানের বিষয় এবং সমাধান পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের উপরই বর্তায়। সামরিক সংঘর্ষের বিপদ প্রশমন এবং অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয়দিক দিয়ে একটি সমঝোতায় উপস্থিত হওয়ার উপায় উদ্ভাবনের জন্য তিনি সকল পক্ষের প্রতি আহবান জানান।