You dont have javascript enabled! Please enable it! 1971.11.11 | ইন্দিরা গান্ধীর শেষ সফর - সংগ্রামের নোটবুক

১১ নভেম্বর, ১৯৭১ঃ ইন্দিরা গান্ধীর শেষ সফর

প্যারিসে সংবাদপত্রের সম্পাদকদের সাথে টেলিভিশন সাক্ষাৎকারে ইন্দিরা গান্ধী সম্পাদকদের প্রশ্নবানে জর্জরিত হয়ে বলে ফেলেন তিনি বাংলাদেশের স্বাধীনতা চান। তিনি বলেন সঙ্কটের যে কোন সমাধানের অর্থ হচ্ছে শেখ মুজিবের মুক্তি। তিনি বলেন তার মুক্তি ছাড়া তিনি শরণার্থীদের বাংলাদেশে ফেরত পাঠাতে পারেন না। তিনি জোর দিয়েই বলেন স্বাধীনতাই বাংলাদেশ সমস্যার একমাত্র সমাধান এবং ইহা আগে হোক আর পরে হোক আসবেই। চীন পাকিস্তানকে সাহায্য করবে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

পরে সকালে ইন্দিরা গান্ধী পশ্চিম জার্মানির উদ্দেশে প্যারিস ত্যাগ করেন। সকালে তিনি বিমান যোগে কোলন পৌঁছেন সেখান থেকে হেলিকপ্টারে ১০ মিনিট দুরত্তে বনের জিম্নিখ প্রাসাদে পৌঁছেন। বন পৌঁছে বন-এ ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পশ্চিম জার্মান চ্যান্সেলার উইলি ব্রান্টের মধ্যে প্রথম দফা আলোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ইন্দিরা গান্ধী সাংবাদিকদের বলেন, ভারত পূর্ববঙ্গের অধিবাসীদের নিজের পছন্দ মতো একটি রাজনৈতিক সমাধান আশা করে।