১১ নভেম্বর, ১৯৭১ঃ বোমা হামলা
দুপুরে বায়তুল মোকাররম বিপণী কেন্দ্রের সামনে গেরিলাদের পুঁতে রাখা গাড়িবোমা বিস্ফোরণে ৬ জন নিহত ও ৫৫ জন আহত হয়। সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থল থেকে একজন গেরিলাকে গ্রেফতার করে। হলিক্রস স্কুল ও আজিমপুর গার্লস স্কুলেও বোমা হামলা হয়েছে। হতাহত না হলেও স্কুল ভবনের কিছু ক্ষতি হয়েছে। ঢাকায় অপর আরেক ঘটনায় খুলনায় বেতারের আঞ্চলিক প্রকৌশলী বজলে হালিম ঢাকার গ্রিন রোডে উপ প্রধান প্রকৌশলীর কার্যালয়ে গুলিতে নিহত হয়েছেন এবং তার সহযোগী বেতারের দুইজন আঞ্চলিক প্রকৌশলী জিয়াউর রহমান এবং মীর্জা নাসিরুদ্দিন আহত হয়েছেন। অফিস কক্ষ হতে পুলিশ একটি তাজা গ্রেনেড উদ্ধার করেছে।