১০ নভেম্বর, ১৯৭১ঃ রোকেয়া হলে ডাকাতি
গভীর রাতে ১০-১২ জনের সশস্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের মেয়েদের অস্রের ভয় দেখিয়ে তাদের গহনা টাকা পয়সা লুণ্ঠন করে। পরে তারা প্রভোস্টের বাসায় ডাকাতি করে। দলটি হলের এবং হাউজ টিউটরের বাসা থেকে টিভি, টেপ রেকর্ডার, রেডিও, গহনা নিয়ে যায়। তারা দুটি সাইকেল ও টাইপ রাইটারও নেয়। এ সময়ে হলে মাত্র ৩০ জন ছাত্রী ছিল। খবর পেয়ে পুলিশ আসে। কোন কিছু উদ্ধার করতে পারেনি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আগের দিন বিশ্ববিদ্যালয়ে বোমাবাজিতে শিক্ষক সহ কয়েকজন ছাত্র ছাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে আছেন ডঃ আব্দুল মতিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শন, জিহারা বেগম এম এ ছাত্রী দর্শন, অফিস সহকারী দর্শন বিভাগ।