You dont have javascript enabled! Please enable it! 1971.11.02 | ১৫ কার্তিক, ১৩৭৮ মঙ্গলবার, ২ নভেম্বর ১৯৭১ | একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী - সংগ্রামের নোটবুক

১৫ কার্তিক, ১৩৭৮ মঙ্গলবার, ২ নভেম্বর ১৯৭১

-দিলীস্থ বাংলাদেশ মিশন প্রধামন হুমায়ুন রশিদ চৌধুরী গভীর আত্মপ্রত্যয় নিয়ে বলেছেন, বাংলাদেশ কে কেন্দ্র করে পারে-ভারত যুদ্ধ বাঁধলে চীন পাকিস্তানকে সাহায্য করে এগিয়ে আসবে না। উল্লেখ্য, বাংলাদেশ মন্ত্রীসভা এ ধরনের অভিমতই পোষণ করতেন। (লেখক)

-লন্ডনের দৈনিক ডেইলিমেইল পত্রিকার প্রতিনিধির কাছে এক সাক্ষাৎকারে ইয়াহিয়া খান বলেন, ভারত পূর্ব পাকিস্তান সীমান্তের ওপার থেকে প্রতিদিন দেড়শ থেকে তিন হাজার

গোলাবর্ষণ করে চলেছে। তিনি আরো বলেন, চীন পাকিস্তানের ওপর আক্রমণ সহ্য করবে না। (দৈঃ পাঃ)।

চট্টগ্রামের নিউ মার্কেটে পুলিশ সার্জেন্ট আতিককে দুষ্কৃতকারী (মুক্তিযোদ্ধা) প্রকাশ্যে গুলী করে হত্যা করে। (দৈঃ পাঃ)

লণ্ডনে টিভি সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী শ্ৰীমতী ইন্দিরা গান্ধী ঘোষণা দিলেন, “We in India are determined that we are not going to be saddled with another country’s problem. All the refugees must go back.”এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভারতের প্রধানমন্ত্রীকে সম্মানসূচক ‘ডক্টর অব সিভিল ল’ উপাধি প্রদান করেন।

প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক জেনারেল ইয়াহিয়া কর্তৃক তিনজন সাবেক কেন্দ্রীয় সচিবসহ ১১ জন উচ্চপদস্থ বাঙালী সরকারী অফিসারের খেতাব প্রত্যাহারে ঘোষণা দেয়া হয়।

লণ্ডনে এক জনসমাবেশে ভারতীয় প্রধানমন্ত্রী শ্ৰীমতী ইন্ধিরা গান্ধী বলেন, তিনি বৃটেনকে তার প্রভাব বিস্তার করে বাংলাদেশ প্রশ্নের একটি রাজনৈতিক মীমাংসা ও উদ্বাস্তু সমস্যার একটি সুষ্ঠু সমাধানের জন্য পাকিস্তানের ওপর চাপ সৃষ্টির অনুরোধ জানিয়েছেন। উক্ত জনসমাবেশে শ্রীমতী গান্ধী ঘোষণা দিলেন, “we do not want the destruction of Pakistan or the destruction of her integrity. At the same time we do not want our freedom or our interests to be threatened, and we are determined to protect them with our strength.” (KCA, P, 24993)

“দি ডেইলি টেলিগ্রাফ” (নভেম্বর ১) সংখ্যায় এক বিশেষ সংবাদ বিশ্লেষণে বলা হয়, পূর্ববংগে তথা পাকিস্তানে বর্তমান সংকট সৃষ্টির ব্যাপারে ভ্রান্ত ভূমিকা গ্রহণের জন্য যদি নির্দিষ্ট একজনকে দায়ী করতে হয়, তাহলে সেই ব্যক্তিটি হলেন জনাব ভুট্টো। শেখ মুজিবকে কারারুদ্ধ করে পাকিস্তানের সামরিক চক্ৰ বিপদমুক্ত হয়েছে বলে মনে করা ভুল হবে। শেখ মুজিবই একমাত্র ব্যক্তিত্ব যিনি পাকিস্তানকে ভরাডুবি থেকে রক্ষা করতে পারেন। তাঁকে কারাগারে আটক রাখা দীর্ঘকাল হলে তা ইয়াহিয়ার জন্য বিপজ্জনক হবে। তিনি (শেখ মুজিব) একটি জাতির স্বাধীনতা সংগ্রামের প্রতীক।

Reference:

একাত্তরের দশ মাস – রবীন্দ্রনাথ ত্রিবেদী