সংবিধান রচনা নিয়ে
ভুট্টো-মুজিবর বৈঠক শুরু
নয়াদিল্লী, ২৭ জানুয়ারি, (ইউ এন আই) পাক সংবিধান রচনায় ঐকমত্যে পৌছানাের জন্য আজ পাকিস্তানের দুটি প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এক বৈঠকে মিলিত হয়েছেন।
দুই দলের নেতৃত্ব করছেন পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলি ভুট্টো ও আওয়ামী লীগের নেতা শেখ মুজিবর রহমান। ঢাকায় বৈঠক চলছে। ঢাকা রেডিও বলেছে, বন্ধুত্বপূর্ণ আবহাওয়ায় আলােচনা চলবে।
বৈঠকে যােগদানের জন্য আজ ভুট্টো করাচী থেকে ঢাকায় মুজিবরের বাসগৃহে পৌছলে পাকিস্তানের ন্যাশনাল এসেম্বলীর নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শেখ মুজিবর তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সঙ্গে পরিচিত করে দেন। প্রত্যুত্তরে ভুট্টোও তাঁর দলের অন্যান্য নেতাদের সঙ্গে মুজিবরের আলাপ করিয়ে দেন।
তেজগাঁও বিমান ঘাঁটিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ভুট্টো সংবিধানের প্রশ্নে ঐক্যমতের উপর জোর দিয়ে বলেন, আশা করবাে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা শ্রী রহমান সংখ্যালঘিষ্ঠের মর্যাদা বজায় রাখবেন। কারণ যুক্তরাষ্ট্রীয় সংবিধানে সংখ্যালঘিষ্ঠের মতামতের মূল্য যেমন প্রচুর তেমন ঐক্যমত্যেরও প্রয়ােজন।
সূত্র: কালান্তর, ২৮.১.১৯৭১