পাক সংবিধান রচনায় জটিলতা কমছে
নয়াদিল্লী, ২০ জানুয়ারি পাকিস্তানের নতুন সংবিধান রচনায় যে জটিলতার সৃষ্টি হওয়ার আশংকা ছিল তা কিছু পরিমাণে দুরীভূত হয়েছে বলে মনে হচ্ছে।
সম্প্রতি পশ্চিম পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পিপলস পার্টির নেতা জেড এ ভুট্টো বলেন যে, তিনি “একটি সত্যিকারের যুক্তরাষ্ট্রের সংবিধান প্রণয়নের পক্ষে। ঐ সংবিধানে অঙ্গরাজ্যগুলিকে প্রয়ােজনীয় স্বায়ত্তশাসন ও ক্ষমতাদানের পক্ষেও ভুট্টো মত প্রকাশ করেন। সংবাদ ইউ.এন-আই-র।
উল্লেখ্য যে, জাতীয় এসেম্বলি নির্বাচনের পূর্বে ভূট্টো কার্যতঃ আঞ্চলিক স্বায়ত্তসানের বিরােধী ছিলেন। আরও উল্লেখযােগ্য যে, নির্বাচনের পূর্বে পাক-রাষ্ট্রপতি সব জয়ী দলকে সংবিধানের প্রশ্নে ঐকমত্য হতে অনুরােধ করেছিলেন।
করাচীর দৈনিক মর্নিং নিউজে ভুট্টোর মতামত প্রকাশিত হওয়ার পর ওয়াকিবহাল মহল মনে করছে, এর ফলে ভূট্টো স্বায়ত্তশাসনের প্রশ্নে আওয়ামী লীগের দাবির অনেক কাছাকাছি এসে পৌঁছেছে। স্মরণীয় যে, আওয়ামী লীগ প্রতিরক্ষা, পররাষ্ট্র ও অর্থ ব্যতীত সমস্ত দপ্তর প্রদেশগুলির হাতে ছেড়ে দেওয়ার দাবি করে।
আগামী ২১ জানুয়ারি ঢাকায় শ্রী ভুট্টো ও আওয়ামী লীগ নেতা মুজিবর রহমানের সাক্ষাত ঘটবে। মুজিবর বলেছেন, তাঁর দলের ছ’দফা কর্মসূচীর ভিত্তিতেই সংবিধান রচনা করতে হবে।
মনিং নিউজ জানিয়েছে, প্রদেশগুলির অধিকতর স্বায়ত্তশাসনের প্রশ্নে মুজিবরের সঙ্গে পার্থক্য নেই বলে ভুট্টো বলেছেন।
ভুট্টো বলেন, সংবিধান প্রণয়নের প্রশ্নে খােলা মন নিয়ে সমস্ত দলের সঙ্গে আলােচনায় প্রস্তত- এমনকি যেসব দল নির্বাচনে পরাজিত হয়েছেন তাদের সঙ্গেও।
উল্লেখ্য যে, জাতীয় পরিষদে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ এবং পিপলস পার্টি দ্বিতীয়। পাঁচটি প্রাদেশিক এসেমব্লির মধ্যে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ সিন্ধু ও পশ্চিম পাঞ্জাবে পিপলস পার্টি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ।
সূত্র: কালান্তর, ২২.১.১৯৭১