You dont have javascript enabled! Please enable it! 1971.01.08 | পাকিস্তান সংবাদ- পাক প্রেসিডেন্ট শেখ মুজিবুরের সঙ্গে সাক্ষাৎ করবেন | কালান্তর - সংগ্রামের নোটবুক

পাকিস্তান সংবাদ
পাক প্রেসিডেন্ট শেখ মুজিবুরের সঙ্গে সাক্ষাৎ করবেন

রাওয়ালপিন্ডি ৭ জানুয়ারি (এপি) – পাক প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান আওয়ামী লীগ নেতা শেখ মুজিবুর রহমানের সঙ্গে শীঘ্রই মিলিত হবেন বলে আশা প্রকাশ করেছেন।
প্রেসিডেন্ট জেনারেল খান গতকাল ইসলামাবাদে বিমান বন্দরে সাংবাদিকদের কাছে বলেন যে, বৃটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হীথ এবং কানাডার প্রধানমন্ত্রী ইলিয়ট ট্রুডাের পাকিস্তান সফর শেষ হওয়ার পর মুজিবুরের সঙ্গে তিনি মিলিত হবেন।
প্রেসিডেন্ট খান কবে নাগাদ জাতীয় পরিষদ আহ্বান করবেন তা বলতে অস্বীকার করেন। সাড়ে ৪৯ কোটি টাকা মঞ্জুর পাকিস্তানের মন্ত্রিসভা পূর্ব-পাকিস্তানে ঘুর্ণিঝড় বিধ্বস্ত মানুষদের জন্য সাড়ে ৪৯ কোটি টাকা মঞ্জুর করেছে।

নিষেধাজ্ঞা জারি
পাকিস্তান কর্তৃপক্ষ গতকাল এখানে ছাত্র-বিক্ষোভের দরুন পাঁচ বা ততােধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ করে এক আদেশ জারি করেছেন।
উল্লেখযােগ্য যে লন্ডনে প্রকাশিত পুস্তিকাকে কেন্দ্র করে ছাত্ররা প্রচণ্ড বিক্ষোভ প্রকাশ করেন। বৃটিশ দূতাবাসে অগ্নি সংযােগও করা হয় বলে সংবাদে বলা হয়েছে। পুস্তিকাতে ধর্মের ওপর আঘাত করা হয়েছে বলে অভিযােগ করা হয়েছে।

সূত্র: কালান্তর, ৮.১.১৯৭১